ঢাকারবিবার , ৭ জানুয়ারি ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

লক্ষ্মীপুর-২/ভোটার সংকট, বুথে ভাত ও বাদাম খাচ্ছে এজেন্টরা

কামরুল হাসান হৃদয়
জানুয়ারি ৭, ২০২৪ ৮:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর: ভোটার উপস্থিতি করুণ। ভোটকেন্দ্র বসেই মধ্যাহ্নভোজন ও বাদাম খাচ্ছেন এজেন্টরা। আবার কোনো-কোনো এজেন্ট ঝিম ধরে যাওয়ায় ঘুমাচ্ছেন। কী বা করার, ভোটার সংকট।

এমন পরিস্থিতি লক্ষ্য করা গেছে, জেলার লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর একাংশ) আসনের হামছাদী ইউনিয়নের বিজয়নগর উচ্চ বিদ্যালয় ও ছবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

প্রিজাইডিং অফিসারের সাথে কথা হলে তিনি জানান, তারা অসতর্কতাবশত এমন কাজ করেছে, এরকম আর হবে না।

বিজয়নগর উচ্চ বিদ্যালয়ে দুপুর ১টা পর্যন্ত ভোটার উপস্থিতি আশানুরুপ না থাকলেও সাংবাদিকদের উপস্থিতি দেখে মুহূর্তেই জোয়ার বেঁধে কয়েকজন নৌকার সমর্থক এসে সারিতে দাঁড়ান। এদের মধ্যে ভোটদাতাও ছিলেন কয়েকজন।

লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের বেশ কয়েকটি কেন্দ্রে সরেজমিনে ঘুরে দেখা গেছে নৌকার এবং স্বতন্ত্র প্রার্থী লুবনা চৌধুরীর তরমুজ প্রতীকের এজেন্ট রয়েছেন। বলা বাহুল্য যে, লুবনা চৌধুরী নৌকা প্রতীকের প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়নের সহধর্মিণী। এছাড়াও একতারা ও সোনালী আঁশের গুটিকয়েক কেন্দ্রে প্রার্থীর এজেন্টের দেখা মিলেছে, এদের মধ্যে বেশ কয়েকজন এজেন্টের সাথে কথা হলে তারা প্রতীকের নাম বলতে পারলে পারছেন না সঠিকভাবে প্রার্থী ও তার প্রতিনিধিত্ব করা দলের নাম বলতে।

এ আসনের হেভিওয়েট প্রার্থী কুয়েতে মানবপাচারে দণ্ডপ্রাপ্ত আসামী ও এ এলাকার সাবেক সাংসদ কাজী শহিদুল ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম এর ঈগল প্রতীকের বেশিরভাগ কেন্দ্রেই নেই এজেন্ট।

এছাড়াও লক্ষ্মীপুর-২ রায়পুরে কেরোয়া সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র ও কেরোয়া ছবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অপরাধে দুজনকে গ্রেপ্তার করা করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর-২ নির্বাচনি অনুসন্ধান কমিটি যুগ্ম জেলা ও দায়রা জজ ফারহানা ভূঁইয়া।

তিনি বলেন, নৌকার কর্মী বাবলা অন্যের এনআইডি ব্যবহার করে নৌকায় ভোট দেওয়ার অপরাধ বাবলাকে এবং হারুনুর রশিদ নামে আরেকজনকে অন্য কেন্দ্রে জাল ভোট দেওয়ার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য যে, ৪৭৭টি কেন্দ্রে সকাল আটটা থেকে বিরতিহীন ভোটগ্রহন শুরু হয়েছে। ভোট শুরুর প্রথম ৪ ঘন্টায় দুপুর ১২ টা পর্যন্ত ভোট প্রয়োগের হার প্রায় ১৩ শতাংশ। এসময় পর্যন্ত ৪৭৭টি কেন্দ্রে ভোট পড়েছে ১ লাখ ৯৪ হাজার ৫৯৭ ভোট। প্রয়োগকৃত ভোটের চিত্র আশানুরূপ নয় বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে জেলায় সেনাবাহিনীর ৩৪৫ জন সদস্য, ১০ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৮টি পেট্টোল টিম, পুলিশ, কোস্টগার্ড ও আনসার সদস্যসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন।

এবার লক্ষ্মীপুরের ৪টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা ১৪ লাখ ৯৬ হাজার ৫৯৬। তাদের মধ্যে নারী ভোটার ৭ লাখ ২২ হাজার ৩৯৯, পুরুষ ভোটার ৭ লাখ ৭৪ হাজার ১৯৩। আর হিজড়া ভোটার ৪ জন। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন প্রার্থী। এর মধ্যে ২ জন প্রার্থী ইতোমধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!