কামরুল হাসান হৃদয়: নদীভাঙন ঠেকাতে একনেকে পাস হওয়া টেকসই বাঁধের কাজ শতভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে উপকূলীয় অঞ্চলের মানুষের পাশে থাকতে ভোটারদের কাছে ছুটছেন অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান।
রবিবার (২৫ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কমলনগরের চর লরেঞ্চ বাজারে প্রতিটি দোকানে ভোটারদের কাছে নিজের প্রতিশ্রুতি তুলে ধরে রকেট প্রতীকের নিজের লিফলেট বিতরণ করেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনে রকেট প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তিনি।
অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান ভোটারদের কাছে ভোট চাওয়া শেষে সমর্থকদের নিয়ে লরেঞ্চ বাজারের বিভিন্ন গলিতে পথসভা করেন। পথসভায় ঢল নামে ভোটারদের।
নদীবাঁধের সাত্তার ভাই, রকেট মার্কা ভোট চাই শ্লোগানে মুহূর্তেই রব উঠে পুরো বাজার জুড়ে। টেকসই নদীবাঁধ ও ভিটেমাটি রক্ষায় সর্ব স্তরের মানুষ অংশ নেয় উক্ত পথসভায়।
পথসভা শেষে বাজারের মধ্যগলিতে ভোটারদের উপস্থিতিতে বক্তব্য রাখেন আবদুস সাত্তার পালোয়ান,
তিনি বলেন, আপনি যে রাজনীতিই করেন না কেনো দল-ই করেন না কেনো, যেই মার্কার-ই হন না কেনো। নির্বাচনে আমার পক্ষে হন বিপক্ষে হন আমি আপনাকে শ্রদ্ধা করি কিন্তু মাতৃভূমি রক্ষার ক্ষেত্রে আপনি আপোসহীন হবেন, আপনার প্রতি আমি অধিকার রাখি।
আবদুস সাত্তার পালোয়ান আরো বলেন, আপনাদের মা-বাবার কবর, আমার মা-বাবার কবর রক্ষায় স্বার্থে আপনারা আমাকে রকেট প্রতীকে ভোট দিন। আমি রাজনীতিবিদ নই আমি নদীবাঁধ বাস্তবায়ন করে আপনাদের পাশে থাকবো। দীর্ঘদিন তেরো বছর ধরে আপনাদের নিয়ে নদীবাঁধের জন্য আন্দোলন করেছি। আমি প্রতারক নই। নিজের মাতৃভূমি রক্ষার জন্য আমি কাজ করবো। আপনারা আমাকে ভোট দিন। আমি আগামী দেড় বছরের মধ্যে রকেট গতিতে নদীবাঁধের কাজ সম্পন্ন করবো ইনশা আল্লাহ।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।