ঢাকাশুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান এর প্রতীক রকেট

কামরুল হাসান হৃদয়
ডিসেম্বর ২২, ২০২৩ ৬:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

দকামরুল হাসান হৃদয়: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে সংসদ সদস্য পদে উচ্চ আদালত থেকে প্রার্থীতা ফিরে পাওয়ার পর প্রতীক বরাদ্দ নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার পলোয়ান।

শুক্রবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান তাকে রকেট প্রতীক বরাদ্দ দিয়েছেন৷

সাত্তার পলোয়ান সুপ্রিম কোর্টের আইনজীবী। তার বাড়ি মেঘনা নদী সংলগ্ন লক্ষ্মীপুরের কমলনগরের চর ফলকন এলাকায়৷ তিনি ‘রামগতি-কমলনগর বাঁচাও মঞ্চ’ নামক অরাজনৈতিক সংগঠনের আহ্বায়ক।

স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার পলোয়ান বলেন, গত ৪ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের তথ্য না পাওয়ার কারণ দেখিয়ে রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র বাতিল করেন।

আপিল করার পর গত ১৩ ডিসেম্বর নামঞ্জুর করে নির্বাচন কমিশন। পরে আমি হাইকোর্ট রিট করি। এরপর গত ২০ ডিসেম্বর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আমাকে প্রতীক বরাদ্ধ দিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশের কপি নিয়ে আমি জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে এসে প্রতীক বরাদ্দ নিয়েছি।

আমার প্রতীক রকেট। আমি নদী বাঁধ নিয়ে আন্দোলন করি। আমার উদ্দেশ্য উপকূলের বাসিন্দাদের ভিটেমাটি রক্ষার জন্য কাজ করা। মেঘনা নদী বাঁধের কাজ চলমান রয়েছে। কিন্তু আড়াই বছর পার হলেও কাজের গতি আসেনি। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে রকেটের গতিতে দ্রুত নদী বাঁধ নির্মাণ কাজে ভূমিকা রাখবো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!