ফরিদপুর প্রতিনিধি: আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীকে মডেল ও স্মার্ট জনপদ করার যে স্বপ্ন, তা পরিপূর্ণ বাস্তবায়নে ঈগল মার্কায় ভোট চাইলেন ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী আরিফুর রহমান দোলন।
নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে মঙ্গলবার সন্ধ্যায় বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আগের দিন স্বতন্ত্র এ প্রার্থী ঈগল প্রতীক বরাদ্দ পান।
ফরিদপুর-১ আসনের সর্বস্তরের মানুষের প্রতি তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আরিফুর রহমান দোলন। বলেন, ‘আমি সবসময় সাধারণ মানুষের সম্মানের কথা বলি। শান্তির কথা বলি, উন্নয়নের কথা বলি, মানবিকতার কথা বলি। আমাকে এমপি নির্বাচিত করলে আপনাদের সম্মান প্রতিষ্ঠা করবো। ইনশাআল্লাহ।’
জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘ দুই দশক ধরে ফরিদপুর-১ আসনের সাধারণ মানুষের জন্য বহুমুখী কাজ করে আসছেন কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান দোলন। শতবছর ধরে গোটা অঞ্চলের উন্নয়নে তার পরিবারের ভূমিকার কথাও তুলে ধরেন স্বতন্ত্র এ প্রার্থী।
তিনি বলেন, ‘কাঞ্চন মুন্সী পরিবারের কথা আপনার সকলেই জানেন। আমি সেই পরিবারের উত্তরসূরি। আমার পরিবার শত বছর আগে এ অঞ্চলের সাধারণ মানুষের সেবা ও উন্নয়নে শত কোটি টাকার বেশি সম্পত্তি দান করেছে।’
‘এমপি হয়ে আমার কিছু নেওয়ার নেই। বরং আপনাদের সার্বিক উন্নয়নে অনেক কাজ করার আছে। এমপি হয়ে আপনাদের জন্য আরও বেশি বেশি কাজ করতে চাই। আপনারা আমাকে সেই সুযোগ দেবেন বলে বিশ্বাস করি।’
এসময় দোলন পবিত্র কাবা শরীফ ছুঁয়ে তাঁর শপথের কথাও উল্লেখ করেন। তিনি শপথ নিয়েছেন, এমপি নির্বাচিত হলে প্রাপ্য বেতন-ভাতা-সম্মানী স্পর্শ করবেন না। বরং ফরিদপুর-১ আসনের হতদরিদ্র মানুষের কল্যাণে, সহযোগিতায় ব্যয় করবেন।
সন্ত্রাসের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে যারা মানুষের অধিকার কেড়ে তারা কখনোই মানুষকে সম্মান দিতে পারে না বলে মন্তব্য করেন ঈগল প্রতীকের প্রার্থী আরিফুর রহমান দোলন। তিনি উপস্থিত জনতাকে এমন নেতাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
দোলন বলেন, ‘আজকে ফরিদপুর-১ আসনের জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। আমি বিশ্বাস করি, আগামী ৭ জানুয়ারি ঈগল মার্কায় ভোট দিয়ে ফরিদপুর-১ আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেবেন।’
‘আমি ফরিদপুর-১ আসনের মানুষের জন্য কাজ করে আসছি। এমপি নির্বাচিত হলে সবার জন্য আরও বেশি করে কাজ করবো। আমার নির্বাচনী ইশতেহারে সমস্ত পরিকল্পনা তুলে ধরেছি। আমাকে আপনারা এমপি বানালে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলাকে আমূল বদলে দেবো। ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, আরিফুর রহমান দোলন ফরিদপুর-১ আসনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশারর মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য জননেতা। প্রপিতামহ কাঞ্চন মুন্সীর নামে ফাউন্ডেশন গড়ে গত দুই দশক ধরে তিনি আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার মানুষের জন্য নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছেন।
অনুসন্ধানী সাংবাদিক হিসেবে বিপুলভাবে পরিচিত দোলন ঢাকা টাইমস, ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক এই সময়ের সম্পাদক। ব্যবসায় উদ্যোক্তা হিসেবেও তিনি সফল। একাধিক প্রতিষ্ঠান তৈরি করে তিনি হাজারো মানুষের জীবিকার সংস্থান করেছেন।