নিজস্ব প্রতিনিধি: বার্ধক্যজনিত কারণে মারা গেছেন মান্দারি হুজুর খ্যাত প্রবীণ আলেম মাওলানা আব্দুল মান্নান, ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রাজিউজন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৯৭বছর।
১৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ২টা ৪৫মিনিটে ওনার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং ১৮অক্টোবর (বুধবার) সকাল ৮টায় জানাজা শেষে লক্ষ্মীপুর সদরের মান্দারির নিজ বাড়িতে কবরস্থ করা হয়। জানাযার নামাজের ইমামতি করেন তার বড় ছেলে মাওলানা নোমান সিদ্দিকী।
মাওলানা আব্দুল মান্নান লক্ষ্মীপু্র কামিল মাদ্রাসার প্রাক্তন শায়খুল হাদিসের দায়িত্ব পালন করেন। তিনি লক্ষ্মীপুর টুমচর কামিল মাদ্রাসার কামিলের সর্বপ্রথম ছাত্র ছিলেন এবং কেন্দ্রীয় পরীক্ষায় সারা বাংলাদেশে ৪র্থ স্থান অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা আমিমুল ইহসান রহ.এর শিষ্য ছিলেন ও শিষ্যদের কাছে তিনি ‘মান্দারি হুজুর’ নামে খ্যাত।
মরহুমের জানাযায় অংশগ্রহণ করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নেছার উদ্দীন সাহেব, ভাইস প্রিন্সিপাল মাওলানা ইসমাইল সাহেব, জামিয়া আশরাফুল মাদারিস বটতলী মাদ্রাসার মুহতামিম মাওলানা মামুন, মারকাযুল উলুম আল হিকমাহ’র চেয়ারম্যান মাওলানা হাসান তারেক প্রমুখ।
মাওলানা আব্দুল মান্নান একজন শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন, তিনি নিজ এলাকায় ‘ইশাআতুল উলুম’ নামে তিনি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি বহু শিক্ষা ও সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।