ঢাকাবৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

আল হাসান নুরানি মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

কামরুল হাসান হৃদয়
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কামরুল হাসান হৃদয়: লক্ষ্মীপুরের রায়পুরের স্বনামধন্য প্রতিষ্ঠান আল হাসান নুরানি মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের হলরুমে শিক্ষার্থী ও অভিভাকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আয়োজন করা হয়।

দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শেষে ফলাফলের জন্য অপেক্ষারত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ এবং কৃতিত্বের সাথে ভালো ফলাফল অর্জনকারী তিন শিক্ষার্থীকে পুরস্কৃত করে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন প্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্র হাফেজ মোহাম্মদ শামীম হোসেন এবং ইসলামি সংগীত পরিবেশন করেন দ্বিতীয় শ্রেণির ছাত্রী সিদরাতুল মুনতাহা।

ফলাফল প্রকাশ এবং শিক্ষার্থীদের জ্ঞাতার্থে পড়াশুনায় প্রেরণামূলক ও অভিভাকদের প্রতি শিক্ষার্থীদের সচেতনতার বিষয়গুলো সম্পর্কে যুগোপযোগী আলোচনা করেন অনুষ্ঠানে আগত বক্তারা।

সহকারী শিক্ষক রাকিব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর রেজিস্ট্রি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আরিফ হোসাইন মিয়াজি।

প্রধান শিক্ষক মাওলানা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেন বাবলু, সহকারী প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ মিরাজুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ আরিফ মিয়াজি বলেন, মাদ্রাসা শিক্ষায় যুগের সাথে তাল মিলিয়ে ভালোভাবে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি এবং সে সাথে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে অগ্রণী ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে এবং পুরো জেলায় আলো ছড়াবে।

উল্লেখ্য যে, বক্তব্য এবং আলোচনাসভা শেষে প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাফেজ মাওলানা আরিফ হোসাইন মিয়াজী।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!