কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও সাধারণ সম্পাদক মো. মাহবুব ইমতিয়াজের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে কাজী মো. মামুনুর রশিদ বাবলুকে আহ্বায়ক ও তাজু ভূঁইয়াকে সদস্য সচিব করে ১৭ বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। এ কমিটিকে চলতি মাসের ১৭ই সেপ্টেম্বর সম্মেলন প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটির সদস্যরা হলেন- নুর আলম বাবলু, ফারুক হোসেন মোল্লা, ইসমাইল হোসেন, সালা উদ্দিন টিটু, আবু তাহের, এম এ সামাদ, কাজী দেলোয়ার, শিমুল হোসেন, নাদিম মাহমুদ অন্তর, সিয়াম সিকদার, মো. নাজিম উদ্দিন, শাহাদাত হোসাইন, দিদার হোসেন বাবলু, মিরাজ হোসেন ও সাইফুল ইসলাম রাজন।
সদস্য সচিব তাজু ভূঁইয়া বলেন, বিগত দিনেও দলের সকল নির্দেশনা অনুযায়ী কাজ করেছি। এখন নতুন করে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মেলনের প্রস্তুতি নেওয়া হবে।
জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, চলতি মাসের ১৭ সেপ্টেম্বর চন্দ্রগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সম্মেলনের তারিখ দেওয়া হয়েছে। এ কমিটিকে সম্মেলন প্রস্তুতির জন্য নির্দেশ দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।