কামরুল হাসান হৃদয়: লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় জাতীয় পার্টির (জাপা) সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যাহ (৭৮) নিহত হয়েছেন।
বুধবার (২৩ আগস্ট) বিকেল ৩টার দিকে জেলা শহরের আলিয়া মাদরাসার সামনে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য যে, মোহাম্মদ উল্ল্যাহ লক্ষ্মীপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান ও লক্ষ্মীপুর সদর ৩ আসনের সাবেক সংসদ সদস্য, লক্ষ্মীপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড, লক্ষ্মীপুর মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান এবং লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।