কামরুল হাসান হৃদয় : লক্ষ্মীপুরের স্বনামধন্য সেচ্ছাসেবী সংগঠন নন্দন ফাউন্ডেশনের অঙ্গসংগঠন নন্দন মুক্ত রোভার স্কাউট গ্রুপের আয়োজনে আলোচনা সভা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯আগস্ট (শনিবার) শহরের দক্ষিণ স্টেশনস্থ আবদুল গণি হেড মাস্টার সড়কের নন্দন ফাউন্ডেশনের কার্যালয়ে মুক্ত স্কাউট রোভারের সদস্যদের অংশগ্রহণে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ এবং লক্ষ্মীপুর জেলা ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরি কোরিয়া-২০২৩ সফলভাবে অংশগ্রহণ করায় 'নন্দন মুক্ত রোভার স্কাউট গ্রুপের' পক্ষ থেকে এ আলোচনা সভা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নন্দন ফাউন্ডেশন'র প্রতিষ্ঠাতা রাজু আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং জেলা রোভার এর কমিশনার প্রফেসর মাইন উদ্দিন পাঠান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক ও লক্ষ্মীপুরে জেলা রোভার এর সহকারী কমিশনার অধ্যাপক মাহাবুব এলাহি সানি, জেলা রোভার এর সম্পাদক এবং দত্তপাড়া ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক এএফএম মাহাবুব এহসান, জেলা রোভার এর সহকারী কমিশনার আতিকুর রহমান, জেলা রোভার এর যুগ্ম সম্পাদক মোঃ আবদুল মতিন এবং লক্ষ্মীপুর পৌরসভার স্যানেটরি ইনস্ট্রাক্টর মুহাম্মদ আবদুল্যা হিল হাকিম।
অনুষ্ঠানে কোরিয়ায় বিশ্ব জাম্বুরি শেষ করে দেশে আসা লক্ষ্মীপুরের মুক্ত রোভারের স্কাউটরা তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন। অভিজ্ঞতা বর্ণনা করে মুক্ত রোভারের সদস্য ইসমত আরা সাথী বলেন, কোরিয়া ভ্রমণ ছিল আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। যেখানে গিয়ে তাদের জীবনধারণ এবং সংস্কৃতি সম্পর্কে জেনেছি। সেখানে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে এবং যা অর্জন করেছি তা কখনোই ভুলবো না। ইচ্ছে করে আবারো কোরিয়াতে চলে যাই। একজন রোভার সদস্য সেখানে গেলে তার জীবনে সে নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হতে পারবে।
অভিজ্ঞতা বর্ণনা করে রাজু আহম্মেদ বলেন, কোরিয়া এক ব্যতিক্রম দেশ। যেখানে তারা সময়ের কাজ সময়ে করে। খাবারদাবার থেকে শুরু করে সবকিছুতে তারা সময়কে গুরুত্ব দেয় এবং কোরিয়ার নিয়ম শৃঙ্খলা একজন মানুষকে নিয়মানুযায়ী জীবন চালাতে অগ্রণী ভূমিকা পালন করে।
রোভার এর জেলা সহকারী কমিশনার মাহাবুব এলাহি সানি বলেন, যেখানে রোভার এর আয়োজন হয় সে দেশের রোভার এই আয়োজনের ব্যয়ভার বহন করে কিন্তু শুধু একটি মাত্র দেশ কোরিয়া যেখানে সে দেশের সরকার এই আয়োজনের পুরো দায়িত্ব নিয়েছেন। কোরিয়ায় নিয়ম শৃঙ্খলা খুব সুন্দর। কোরিয়া হলো হাতে কলমে শেখার জায়গা।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মাইন উদ্দিন পাঠান বলেন, রোভাররা দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করছে এবং সমৃদ্ধ ও স্মার্ট জাতী গঠনে কাজ করছে। জেলা থেকে যেসকল রোভার বিশ্বের বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছে তারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে এবং অনেক কিছু শিখছে।
উল্লেখ্য যে, জেলা থেকে ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরি কোরিয়াতে অংশ নেয়া ৫জন সদস্যকে বরণ করে সম্মাননা স্মারক প্রদান করেছেন নন্দন ফাউন্ডেশন মুক্ত রোভার স্কাউট গ্রুপ। এরপর নন্দন ফাউন্ডেশনের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।