কামরুল হাসান হৃদয়: বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির প্রয়াত সাবেক সভাপতি শফিউল বারী বাবুর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কমলনগর উপজেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩আগস্ট) বাদ জোহর উপজেলার ইকরা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসায় দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন সেলিমের সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবক দলের জেলা সভাপতি এড. মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ হারুন, সহ-সভাপতি জহির উদ্দিন বাবর, বিএনপি নেতা অধ্যাপক ইকবাল হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল খায়ের নিজাম, ইমরান হোসেন জনি, যুবদল নেতা হেলাল উদ্দিন মেম্বার, মোহন হাওলাদার, রাসেল হাওলাদার, হুমায়ূন কবির, যুবদল নেতা হুমায়ূন কবির, উপজেলা ছাত্রদল নেতা আক্তার মাহমুদ, আশরাফ উদ্দিন সোহেল প্রমূখ।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন ইকরা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আশেক এলাহি।