কামরুল হাসান হৃদয়: হাজীরহাট উপকূল সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। ৩১জুলাই (সোমবার) জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন তুষারকে সভাপতি এবং মোঃ শরীফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সভাপতি ইমতিয়াজ হোসেন তুষার বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাকে পদ দিয়ে সম্মানিত করেছেন এ জন্য ওনাদের কাছে কৃতজ্ঞ। কমলনগর উপজেলা আওয়ামীলীগের দিক নির্দেশনায় আমরা শেখ হাসিনার নৌকার জয় সুনিশ্চিত করতে ২০২৪ এর নির্বাচনের জন্য এখন থেকে কাজ করে যাবো এবং উপকূল সরকারি ছাত্রলীগ সবসময় আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মোঃ শাহাদাত হোসেন ভূঁইয়া বলেন, আশা করি উপকূল সরকারি কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ভালো করবে এবং ২০২৪ এর নির্বাচনে শেখ হাসিনার জয় সুচিন্তিতে অংশীদার হিসেবে কাজ করবে।
উল্লেখ্য যে, আগামী ১ মাসের মধ্যে জেলা ছাত্রলীগ বরাবর পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।