সংবাদদাতা : ইসলাম, ধর্ম, মুসলিম জীবনের নানান কর্মকাণ্ড আর আরবী শিক্ষা প্রচার-প্রসার কাজে মফস্বল জেলা লক্ষ্মীপুরের যে কয়জন আলেম বিচক্ষণতা ও শুদ্ধতার সহিত কাজ করে যান, তাদের মধ্যে অন্যতম এক নাম মুহাদ্দিস মাওলানা শামছুল ইসলাম রহ.
সদর লক্ষ্মীপুরের টুমচর ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭০ খৃষ্টাব্দে মরহুম শাহ আলম ও মোসাম্মৎ কানিতা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষাজীবনের হাতেখড়ি ও দাখিল, আলিম, ফাজিল সহ আরবী ভাষায় পান্ডিত্য অর্জন করেন বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসায়। অতঃপর নোয়াখালী ইসলামিয়া হতে হাদীস শাস্ত্রে কামিল এবং লক্ষ্মীপুর সরকারি কলেজ হতে অনার্স-মাস্টার্স কমপ্লিট করেন।
১৯৮৯ সনে ঝিনাইদহ জেলার সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় মুহাদ্দিস পদে শিক্ষকতার মাধ্যমে শুরু হয় শামছুল ইসলাম রহ.-এর কর্মজীবন। চার বছরের শিক্ষকতা শেষে আমিশা পাড়া কামিল মাদ্রাসায় একই পদে প্রায় সাত বছর শিক্ষকতা করেন এবং সাল ২০০০ হতে মৃত্যু পর্যন্ত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ লক্ষ্মীপুর দারুল উলুম কামিল আলিয়া মাদ্রাসার ছানী শায়খুল হাদীস ও সিনিয়র শিক্ষক পদে শিক্ষার আলো ছড়িয়ে দীর্ঘ ৩২ বছরের এক মহৎ শিক্ষক জীবনের ইতি টানেন৷
মুহাদ্দিস শামছুল ইসলাম দালাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদে প্রায় ২৩ বছর পালন করেন খতীবের দায়িত্ব। তার প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে লক্ষ্মীপুর তানযীমুল মিল্লাত একাডেমী অন্যতম। এছাড়াও তিনি ছিলেন ভাইস চেয়ারম্যান, লক্ষীপুর ইমাম ও মুয়াজ্জিন কল্যান সমিতি। সভাপতি, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসীন, সদর উপজেলা শাখা, লক্ষ্মীপুর। সহসভাপতি, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ, লক্ষ্মীপুর জেলা। বিশিষ্ট সদস্য, জাতীয় চাঁদ দেখা কমিটি লক্ষ্মীপুর জেলা।
ধর্মীয় যেকোন ইস্যু সহ, ইমাম, মুয়াজ্জিন, আলেম, মাদ্রাসা শিক্ষার্থীদের অধিকার নিয়ে সবার অগ্রভাগে নেতৃত্ব দেওয়ার বিশেষ নজির বহন করেছিলেন মুহাদ্দিস শামসুল ইসলাম রহ.। তার মাধ্যমে লক্ষ্মীপুরে ইসলামি বিধিমালা কায়েমের বহু পথ সুগম হয়।
২০২১ সালের ১৫ মে ঈদুল ফিতরের নামাজে ইমামতী কালিন সময়ে হঠাৎ ইন্টারনাল ব্লিডিং রোগে জ্ঞান হারান। ভক্তবৃন্দ ও পরিবারের সদস্যদের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে ১৭ মে, ২০২১ রাজধানী ঢাকার দি ইবনে সিনা হসপিটালে মাত্র ৫১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিশিষ্ট আলেমেদ্বীন। তার মৃত্যতে লক্ষ্মীপুর জেলা হারিয়ে ছিল এক অনন্য রত্ন। যা পূরণীয় হবার নয়।
ব্যক্তিগত জীবনে মুহাদ্দিস শামসুল ইসলাম রহ.- এর স্ত্রী, তিন ছেলে ও নাতি রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।