ঢাকারবিবার , ১৪ মে ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

কর্ণাটকে কংগ্রেস ঝড়,পর্যদুস্ত বিজেপি।

কাজী যুবায়ের,নিজস্ব প্রতিবেদক
মে ১৪, ২০২৩ ১২:১৫ অপরাহ্ণ
Link Copied!

ভারতের কর্ণাটকের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে হারিয়ে বড় জয় পেল ভারতীয় জাতীয় কংগ্রেস।এর ফলে দক্ষিণ ভারতের ৫টি রাজ্যের জন্য বিজেপির দুয়ার বন্ধ হয়ে গেল।এতদিন দক্ষিণ ভারতের ৫ রাজ্যের মধ্যে কেবল কর্ণাটকেই ক্ষমতাসীন ছিল বিজেপি, এবার রাহুল ম্যাজিকে কার্যত ভেসে গেল হল বিজেপি। নিজেদের আসন খুইয়েছেন বিজেপির হেবিওয়েট মন্ত্রীরা।

কর্ণাটক বিধানসভায় মোট আসন-২২৪ টি।সরকার গড়তে হলে প্রয়োজন ১১৩ টি আসন। এবার কংগ্রসে পেয়েছে ১৩৬ টি আসন আর বড় ধাক্কা খেয়ে বিজেপি নেমে গেছে ৬৫ টি আসনে।জেডিএস পেয়েছে ১৯ টি আসন এবং অন্যান্যরা পেয়েছেন ৪টি আসন।

কর্ণাটক বিধানসভা নির্বাচনে মুসলিমদের শিক্ষা এবং চাকরীর কোটা বাতিল,মুসলিম ব্যবসায়ীদের বাধা,শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করে হিন্দুত্ববাদী কার্ড খেলে নির্বাচনী বৈতরণী পার করতে চেয়েছিল বিজেপি।কিন্তু কংগ্রেসের মুসলিমদের পক্ষে অবস্থান নিয়ে কোটা বহাল ও উগ্র হিন্দুত্ববাদী দল বজরংবলী পার্টিকে নিষিদ্ধ করার আশ্বাস দিয়ে কর্ণাটকের ক্ষমতায় কংগ্রেস,সেই সাথে দক্ষিণ ভারতকেও বিজেপি মুক্ত করল কংগ্রেস।

  1. নির্বাচনে জয়ের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন – “কর্ণাটকের মানুষ দেখিয়ে দিয়েছে,ঘৃণা কিংবা সহিংসতা নয় ভালবাসার পক্ষে কর্ণাটকবাসী।” তিনি আরও বলেন – “ধনী এবং শোসকদের পরাজয় হয়েছে কর্ণাটকের গরীব সাধারণ মানুষের কাছে। এটাই ভালবাসার শক্তি।” এদিকে নির্বাচনে হারের পর কংগ্রেসকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!