কামরুল হাসান হৃদয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে লক্ষ্মীপুর জেলা আওয়ামী যুবলীগ।
লক্ষ্মীপুর জেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আশরাফুল আলমের সার্বিক তত্ত্বাবধানে ৪ অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়া হয়।
এসময় লক্ষ্মীপুর জেলা আওয়ামী যুবলীগ নেতা ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতাসহ আরও অন্যান্য নেতৃবৃন্দ এই কর্মসূচি পালন করে।
প্রান্তিক কৃষকের ধান কাটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, যুবনেতা মোঃ আশরাফুল আলম, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সগির আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ওমর ফারুক মিঠু, সদর উপজেলা যুবলীগের সদস্য রাকিব হোসেন রুবেল প্রমূখ।
যুবনেতা আশরাফুল আলম বলেন, আমরা বাংলাদেশ যুবলীগ বিভিন্ন দূর্যোগে মানুষের পাশে মানবিক সহানুভূতি নিয়ে দাঁড়াই এবং যেকোনো মুহূর্তে যেকোনো মানুষের বিপদে সহায়তা করে যাব ইনশা আল্লাহ।
যুবনেতা আশরাফুল আলম আরো বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়নের ৪জন প্রান্তিক কৃষকের ৩-একর জমির ধান কেটে ও মাড়াই করে বাড়িতে পৌঁছে দিই হাতে এবং হারভেস্টার মেশিনের মাধ্যমে।
কৃষক আব্দুর রহিম জানান, অর্থাভাবে ছিলাম, ধান কাটার মত অবস্থা ছিল না, পরে যুবনেতা আশরাফ ভাইকে জানালে তিনি নেতাকর্মীদের নিয়ে এসে ধান কেটে দেন। যুবলীগের এমন কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।