আজ সে দিন
আজ মে দিন
আজ লড়াইতে জিতবার দিন
আজ রক্তঋন শোধবার দিন
আজ সে দিন
আজ মে দিন
ত্যাগ ছিল কারখানা শ্রমিকের
ত্যাগ ছিল পিতার পিতামহের
আজ সে দিন
আজ মে দিন
তারা রেখে গেছেন মহান ঋণ
তারা দিয়ে গেছে রক্তঝরা দিন
আজ সে দিন
আজ মে দিন
শিকাগোয় দিয়েছি যে বলিদান
তার তরে পাবো সুখ প্ৰতিদান
আজ সে দিন
আজ মে দিন
আমি গাই তাই মে'র জয়গান
মে যে শ্রমজীবী মানুষের প্রাণ।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।