কামরুল হাসান হৃদয়: কালবৈশাখী ঝড়ে জমির পাকা ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন লক্ষ্মীপুরের কৃষক আবুল বাশার। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে অসহায় কৃষকের পাশে দাঁড়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা।
রবিবার (৩০ এপ্রিল) লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই কৃষকের ৩ একর জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেন।
এতে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কৃষক আবুল বাশারের মুখে হাসি ফুটেছে।
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়া বলেন, জমির ধান কাটা নিয়ে কৃষক আবুল বাশার খুবই দুশ্চিন্তায় ছিলেন। বিষয়টি জানতে পেরে আমি নিজ খরচে ছাত্রলীগের নেতাকর্মীকে নিয়ে তার জমির ধান কেটে দেই। আমরা কৃষকের ৩ একর জমির ধান কেটে ক্ষেতেই মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছি। এতে কৃষক খুবই খুশি হয়েছেন। তার চোখে-মুখে আনন্দ ফুটে উঠেছিল। গতবারও তিনি ধান কাটা নিয়ে সমস্যায় পড়েছিলেন, তখনও আমরা তার পাশে দাঁড়িয়েছিলাম।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান আহমেদ রাসেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য সুজন মাহমুদ বাবর, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মহসিন কবির সাগর, সদর উপজেলা ছাত্রলীগের ১ম যুগ্ম আহবায়ক আজিজুল হাকিম, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কাকন, পৌর ছাত্রলীগ নেতা জায়েদ ইবনে মিরাজ।
উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে গত বছরের মতো এবারও দেশের সব জেলায় গরিব ও অসহায় কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।