ঢাকাশুক্রবার , ২৮ এপ্রিল ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

কমলনগরে নদী বাঁধ ধ্বংসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কামরুল হাসান হৃদয়
এপ্রিল ২৮, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

কামরুল হাসান হৃদয়:  লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধে ডাম্পিং করা জিও ব্যাগগুলো রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার হাজিরহাট বাজারে কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন মসজিদের বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন। মিছিলটি মসজিদের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে করেন তারা। এ সময় বক্তব্য রাখেন কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের আহবায়ক ও সুপ্রীম কোর্টের আইনজীবি আবদুস সাত্তার পলোয়ান।

মিছিলে অংশগ্রহণকারীরা দাবি তোলেন কমলনগর-রামগতি উপজেলা রক্ষার জন্য ৩১শ কোটি টাকার নদী বাঁধের জন্য ডাম্পিংকৃত জিওব্যাগের ওপর নৌকা নোঙর করা যাবে না। জিওব্যাগ ডাম্পিং এলাকায় বাগদা চিংড়ি ধরা বন্ধ করতে হবে। ধুমপানের পর সিগারেটের আগুন দিয়ে জিও ব্যাগ নষ্ট করা বন্ধ করতে হবে। এরজন্য নদী বাঁধ শেষ না হওয়া পর্যন্ত জিও ব্যাগ রক্ষায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মোতায়েনের দাবি জানান বিক্ষুব্ধরা।

স্থানীয়রা জানায়, কমলনগর উপজেলার প্রভাবশালী কয়েকজন জনপ্রতিনিধির শেল্টারে বাগদা চিংড়ির রেণু শিকার করছে জেলেরা। এটি নিষিদ্ধ হলেও প্রশাসন থেকে কোন অভিযান চালানো হচ্ছে না। এতে বাগদার রেনু শিকারের জালের খুঁটির সঙ্গে জিও ব্যাগ ছিঁড়ে যায়। এতে জোয়ারে জিও ব্যাগের ভেতরের বালু ধুয়ে যায়। এভাবে প্রতিনিয়ত অসংখ্য জিও ব্যাগ নষ্ট হচ্ছে। এজন্য চিংড়ি রেনু ধরা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চেয়েছে নদী ভাঙন কবলিত মানুষজন।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!