ঢাকামঙ্গলবার , ২৫ এপ্রিল ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবলীগ ও ছাত্রলীগ নেতা

কামরুল হাসান হৃদয়
এপ্রিল ২৫, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কামরুল হাসান হৃদয়: লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) রাত পৌনে ১০ টার দিকে জেলার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

যুবলীগ নেতা নোমানের মৃতদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় নেওয়ার পথে মারা যায়।

রাত ১১টার দিকে জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন যুবলীগ নেতা নোমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নোমানকে মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়েছে। আর গুলিবিদ্ধ রাকিবের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের দুইজনের মাথা এবং মুখে গুলির আঘাত রয়েছে।

এদিকে রাত ১২টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জেহাদীকে দায়ী করেছে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ নেতা নোমানের বড়ভাই মাহফুজুর রহমান।

পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, ঘটনাস্থলে র‍্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!