কামরুল হাসান হৃদয়: লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন দক্ষিণ বাজারে আগুন লেগে ৫ টি দোকান পুরোপুরি ভষ্মিভূত হয়ে গেছে।
এসময় আরও তিনটি দোকান আংশিক পুড়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
রাত ১ টা ১০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।
আগুনে বিসমিল্লাহ হার্ডওয়ার এন্ড ক্রোকারিজ, জহির স্টোর (মুদি), ফালাক মিষ্টি এন্ড কনফেকশনারি, পূর্ণিমা ফ্যাশন, অপূর্ব ফ্যাশন পুরোপুরি পুড়ে গেছে। এছাড়া মনপুর ফ্যাশন, মক্কা ইলেকট্রনিক্স ও বিসমিল্লাহ হোটেল আংশিক পুড়ে যায়।
বাজারের প্রহরী আবুল বাশার বলেন, ঘটনার আগে বাজারের দোকানপাটগুলো বন্ধ করা হয়। রাত ১২ টার পর তিনি জকসিন বাজারে দক্ষিণ গলির বিসমিল্লাহ ক্রোকারিজের পেছনের অংশে আগুন দেখতে পান। বিষয়টি স্থানীয় লোকজনসহ বাজার কমিটির লোকজনকে জানান তিনি। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
বাজার কমিটির সভাপতি মো. শাকিল বলেন, যথাসময়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এতে বাজারের অন্য দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়েনি। আগুনে ৮ টি দোকানের মধ্যে ৫ টি পুরোপুরি পুড়ে গেছে। বাকি তিনটি আংশিক পুড়ে যায়। এতে দুই কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
ফায়ার সার্ভিস লক্ষ্মীপুর স্টেশন কর্মকর্তা রনজিত কুমার সাহা বলেন, আগুনের খবর পেয়ে ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।