কামরুল হাসান হৃদয়: দাখিল পরীক্ষা ২০২৩ উপলক্ষ্যে পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা।
রবিবার ( ৯এপ্রিল ) শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে এ আয়োজন করে প্রতিষ্ঠানটি। এতে শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, আইনজীবি সাংবাদিক, ব্যবসায়ী, ব্যাংকারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং চন্দ্রগঞ্জ কারামতিয়া মাদ্রাসার শিক্ষক অধ্যাপক মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, নায়েমের প্রাক্তণ প্রশিক্ষণ বিশেষজ্ঞ প্রফেসর শাহজাহান, হাজিরহাট উপকূল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম ভূঁইয়া তপন, লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি আহমেদ ফেরদাউস মানিক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. রহমত উল্যাহ বিপ্লব, সদর থানা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সিনিয়র আইনজীবী এড. হাফিজুর রহমান, এড. শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাবেক সভাপতি আ.হ.ম মোসতাকুর রহমান, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সাধারন সম্পাদক গাজী গিয়াস উদ্দিন, লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদ প্রমুখ।
এসময় অতিথিরা জানান, শিক্ষার মানের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা। শুধু মাদ্রাসা প্রতিষ্ঠা করলেই হবে না। শিক্ষার মান ধরে রাখতে হবে, তাহলে আরো এগিয়ে যাবে মাদ্রাসাটি।
মাদ্রাসাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন সকলে।
উক্ত অনুষ্ঠানে ঐতিহাসিক বদর দিবস সর্ম্পকে আলোচনা করেন, টুমচর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস টুমচরী।
পরে দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ভবানীগঞ্জ কারামতিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম শামীম।