ঢাকারবিবার , ৯ এপ্রিল ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

লক্ষ্মীপুরে আম পাড়তে গিয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

কামরুল হাসান হৃদয়
এপ্রিল ৯, ২০২৩ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কামরুল হাসান হৃদয়: লক্ষ্মীপুরে গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাকিব হোসেন (২২) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি কোরআনে হাফেজ ছিলেন। রোববার (৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর আতরআলী ভূঁইয়া বাড়ি জামে মসজিদ ও মাদ্রাসার ছাদে এ দুর্ঘটনা ঘটে।

রাকিব পার্শ্ববর্তী কুশাখালী ইউনিয়নের মিডাইর খিল গ্রামের মৌলভী সাহেবের বাড়ির নুর আলমের ছেলে। তিনি গন্ধব্যপুর আতরআলী ভূঁইয়া বাড়ি জামে মসজিদ ও মাদরাসার শিক্ষক। তিনি একই মসজিদের ইমামতি করতেন।

স্থানীয়রা জানান, আম পাড়ার জন্য রাকিব মাদরাসার ছাদে ওঠেন। ছাদের ওপর উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ সঞ্চালন লাইন রয়েছে। আম পাড়তে গিয়ে অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মান্দারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী বলেন, ঘটনাটি সত্য। এটা খুব দুঃখজনক ঘটনা।

চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। এ নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!