কামরুল হাসান হৃদয়: ড. ইউনুস অর্থনীতিতে নোবেল পেয়েছে, শেখ হাসিনা কিছুতেই পায়নি বলে তার এখন 'অন্তরে জ্বালা' বলে মস্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী।
গ্যাস বিদ্যুৎ জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০দফা দাবি বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে জেলা বিএনপি।
১১মার্চ ( শনিবার ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের গোডাউন রোডে বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে জেলা বিএনপি।
এ্যানি বলেন, ভোট চুরি করে শেখ হাসিনা ক্ষমতায় আছে। এবং এবার আবারো কীভাবে ক্ষমতায় আসা যায় সেজন্য ফন্দি আটছে। যতই ফন্দি আটুক আর যা করুক বিএনপি এবার দেখে নিবে। গত কয়েকদিন আগে ইউনিয়ন পর্য়ায়ের কর্মসূচি দেখে গলা শুকিয়ে গেছে তাদের। আগামী নির্বাচন পর্যন্ত এভাবেই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে বিএনপি।
এ্যানি আরো বলেন, দেশের টাকা লুট করে বিদেশে পাচার এবং দেশের অর্থনৈতিক অচলাবস্থার জন্য দায়ী এই হাসিনা। এবং বিনা কারণে বিএনপির নেতাকর্মীদের জেলে ভরেছে। জেলে আমাকেও ভরিয়েছে। আমাদের অসহনীয় দূর্ভোগে পেলেছে। মরা চালের ভাত খাইয়েছে, সাথে ছিল ইটের কণা এবং পঁচা ডাল দিয়েছে। এসব আমরা ভুলিনি। সময় এলে এসবের দাঁতভাঙা জবাব দিব। আমরা জেল থেকে বের হয়ে ফুলের মালা পেয়েছি, শেখ হাসিনা তাও পাবে না। বিএনপির সাথে করা প্রত্যেকটি আচরণ ফিরিয়ে দিব।
তারেক রহমান ঢাকায় এসে ফুঁ দিলেই লক্ষ্মীপুর নিয়ন্ত্রয়ণ করা দুই মিনিটের ব্যাপার।
এ সময় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির সদস্য সচিব এবং লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।