নিজস্ব প্রতিবেদক :
মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩’র আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব মনিরুজ্জামান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলার নির্বাহী অফিসার জনাব এ টি এম মোর্শেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেনাজ হোসেন মীম কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব সৈয়দ মোঃ আলেক উল্লাহ, ফ্রেন্ডস ডেভেলপমেন্ট সোসাইটির সম্মানিত চেয়ারম্যান ও মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজ এর কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোঃ মনিরুজ্জামান, সাবেক সভাপতি জনাব মোঃ আব্দুল হালিম সরকার, কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোঃ মুজিবুর রহমান ভূঁইয়া, অর্থ সম্পাদক মোঃ শরীফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আলমগীর হোসেন সুমন, অডিট সম্পাদক জনাব মোঃ সাইফুল ইসলাম, শিক্ষা সম্পাদক জনাব আবুল বাশার, প্রচার সম্পাদক জনাব আবুল কাশেম ভূঁইয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জনাব আল মাহমুদ সরকারসহ এফডিএস এর অন্যান্য সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভাইস প্রিন্সিপাল জনাব এম এস ফরিদ, অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলেন প্রভাষক জনাব মোঃ ওয়াসিম মোল্লা। পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করা হয়। পরে সভাপতির স্বাগত বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করেন । সকাল থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠানের কার্যক্রম বিভিন্ন পর্বে উদযাপিত হয়। শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসহ সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারাদিনব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, মিডিয়া ব্যক্তিত্ব প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের পর সভাপতি মহোদয় সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।