কামরুল হাসান হৃদয়: লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত এর নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ।
শনিবার দুপুরে লক্ষ্মীপুর উত্তর তেমুহনী বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে এ আয়োজন করে জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ সাত্তার, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম পলাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর প্রমুখ।
এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাসী। তারা আন্দোলনের নামে দেশের উন্নয়নমূলক কর্মকান্ডকে বাধাগ্রস্ত করতে চায়। তথাকথিত পদযাত্রার নামে কোন বিশৃঙ্খলা করলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করে বলে জানান নেতারা।