হরিৎ ঋতুরাজ ফুল কি ফোটাবে মনে
রাঙিয়ে দাও কুহু ধনে
কোকিলা আবাহন ধ্বনিত জনে
বিলাবো বন্ধুতা আজ প্রতিক্ষণে!
দখিনা বিনোদিনী প্রহলাদে
ভাসে বিহঙ্গ উষ্ণ আঁচলে
এ আনন্দে কে কাঁদে বিষাদে
খুঁজে নিও নিরাময় বসন্ত এলে!
বসন্তের এতো গান এতো আয়োজন
ফুরায় কি এ জীবনে শত প্রয়োজন?
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।