ঢাকাসোমবার , ২৩ জানুয়ারি ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও পিঠা উৎসব উদযাপিত

কামরুল হাসান হৃদয়
জানুয়ারি ২৩, ২০২৩ ১০:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

কামরুল হাসান হৃদয়: ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

২২জানুয়ারি ( সোমবার ) সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিভিন্নরকম মুখরোচক পিঠার স্টল বসে, সেখানে ভীড় জমে শিক্ষক – শিক্ষার্থী এবং অভিভাকদের।

পিঠা উৎসব স্টল পরিদর্শন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, অনুষ্ঠানে নাচ, গান আবৃত্তি এবং মঞ্চ নাটক উপস্থাপন করেন বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।

সহকারী শিক্ষক রিয়াদ হোসেনের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষিকা খোদেজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ূন কবির পাটওয়ারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু এবং শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রমূখ।

উল্লেখ্য যে, অনুষ্ঠান শেষে পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার এবং সকল শিক্ষার্থীদের নাস্তা বিতরণ করা হয়।

 

 

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!