ঢাকারবিবার , ২২ জানুয়ারি ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

মেলা থেকে ফেরার পথে ট্রাক চাপায় শিক্ষার্থীর মৃত্যু

কামরুল হাসান হৃদয়
জানুয়ারি ২২, ২০২৩ ৪:১১ পূর্বাহ্ণ
Link Copied!

কামরুল হাসান হৃদয়: লক্ষ্মীপুর সদর উপজেলায় ট্রাকচাপায় মো. আজিম হোসেন (১৭) নামের এক শিক্ষার্থী মারা গেছেন।শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের বটতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

এসময় মো. রানা ও রিয়াজ হোসেন নামে আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। এরমধ্যে রিয়াজের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

নিহত আজিম হোসেন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলী গ্রামের বাবুল হোসেনের ছেলে। সে চাঁদখালী এ রব বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজিম বন্ধুদের সঙ্গে বিকেলে দুটি মোটরসাইকেল নিয়ে চন্দ্রগঞ্জে মেলায় ঘুরতে যান। সেখান থেকে আসার পথে বটতলী বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক আজিমের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!