কামরুল হাসান হৃদয়: দেশবরেণ্য জনপ্রিয় শিশু সাহিত্যিক, খেলাঘর সংগঠক ও লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) কবি জাকির হোসেন কামাল এর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পাঠকপ্রিয় সাহিত্য পত্রিকা ঝিনুক’র ‘জাকির হোসেন কামাল’ সংখ্যার মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১৮জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬টায় লক্ষ্মীপুর টাউন হল অডিটোরিয়ামে জন্মোৎসব এবং সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
এ সময় কবি এবং সাংবাদিক শিহাব হোসেন ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট শৈবাল কান্তি সাহা, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা যু্বলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোদেজা খাতুন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এবং বঙ্গবন্ধু পরিষদ লক্ষ্মীপুর’র সভাপতি শাহাজান কামালসহ জেলার সাংস্কৃতিক, সাহিত্যিক, সামাজিক এবং বিভিন্ন অঙ্গনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, জন্মোৎসব এবং মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে আবৃত্তি, নাটিকা, নৃত্য এবং সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা এবং কবির দীর্ঘায়ু এবং ঝিনুক’র সাফল্য কামনা করা হয়।