বাংলাদেশ নিয়ে বাগযুদ্ধ শুরু করেছে দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া। পাল্টাপাল্টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছে দেশ দুটির ঢাকার দূতাবাস।
ঢাকায় রুশ দূতাবাস গত মঙ্গলবার (২০ ডিসেম্বর) ফেসবুক পোস্টে লিখেছে, গণতন্ত্র সুরক্ষা বা অন্য কোনো অজুহাতে বাংলাদেশসহ তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে রাশিয়া বদ্ধপরিকর। দুর্ভাগ্যবশত, সাম্প্রতিক বছরগুলোতে (বিশেষত, স্নায়ুযুদ্ধ শেষের পর থেকে), হস্তক্ষেপ না করার নীতি লঙ্ঘনের সমস্যাটি বিশেষভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
এর পাশাপাশি রুশ দূতাবাসের টুইটারে একটি ব্যঙ্গচিত্রও প্রকাশ হয়।
পরদিন বুধবার (২১ ডিসেম্বর) পাল্টা বিবৃতি দেয় মার্কিন দূতাবাস। দূতাবাসের বিবৃতিতে প্রশ্ন তোলা হয়, জাতিসংঘের ঘোষণা অনুসরণ করে রাশিয়া অন্য কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে বদ্ধপরিকর থাকার বিষয়টি তারা ইউক্রেনের ক্ষেত্রে অনুসরণ করেছিল কি না।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।