ঢাকাসোমবার , ১৯ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

অবসর নিচ্ছেন না মেসি

জাহিদ হাসান
ডিসেম্বর ১৯, ২০২২ ৩:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। যদিও বিশ্বকাপ শুরু থেকে সবাই ভাবছিলেন হয়ত মেসি বিশ্বকাপ শেষেই জাতীয় দল থেকে অবসর নেবেন।

বিশ্বকাপ শেষে টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে তাৎক্ষণিক সাক্ষৎকারে মেসি বলেন, ‘অবশ্যই আমি চেয়েছিলাম আমার ক্যারিয়ার এখানেই শেষ করতে। আমি এর থেকে আর বেশি কিছু চাইতে পারি না। ঈশ্বরকে ধন্যবাদ তিনি সব দিয়েছেন আমাকে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে এমন অর্জন সত্যিই ঈর্ষণীয়।’

এরপরই মেসি ঘোষণা দেন জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার। তিনি বলেন, ‘আমি ফুটবলকে ভালোবাসি। আমি জাতীয় দলের হয়ে খেলা উপভোগ করি। চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সি গায়ে আমি খেলা চালিয়ে যাব।’

বয়স ৩৫ হলেও এখনো যেন দুর্দান্তভাবে খেলে যাচ্ছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপেও করেছেন ৭ গোল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে জিতেছেন গোল্ডেন বলও।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!