সোনায় সোহাগা বলা যেতেই পারে। ৩৬ বছর পর তার হাত ধরে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। টুর্নামেন্ট সেরার খেলোয়াড় গোল্ডেন বলও জিতলেন লিওনেল মেসি।
২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে হেরে রানার্স আপ হলেও সেবার গোল্ডেন বল জিতেছিলেন মেসি। এবার সোনালি ট্রফির সঙ্গে বলও জিতলেন ফুটবলের ক্ষুদে জাদুকর।
রুদ্ধশ্বাস ফাইনালে মেসি করেছে দুটি গোল। প্রথমটি পেনাল্টি থেকে। দ্বিতীয়টি ম্যাচের অতিরিক্ত ত্রিশ মিনিটে। সব মিলিয়ে বিশ্বকাপে ৭ গোল তার। অল্পের জন্য হাতছাড়া হয়েছে গোল্ডেন বুট। ফাইনালের আগে পাঁচ গোল করে মেসি ও এমবাপে দুজনের ছিলেন শীর্ষে।
তবে ফাইনালে এমবাপে রেকর্ড গড়া হ্যাটট্রিক করলে ছাড়িয়ে যায় সবাইকে। ৮ গোল করায় গোল্ডেন বুট জিতেছেন এমবাপে। সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস জিতেছেন আর্জেন্টিনার ফাইনালের নায়ক এমিলিয়ানো মার্তিনেজ।ক্লাব লেভেলে সব জিতেছেন মেসি। ২৮ বছর পর আর্জেন্টিনাকে তিনি জেতান কোপার শিরোপা। এবার জেতালেন বিশ্বকাপ। মেসিকে সর্বকালের সেরা ফুটবলার বলতে হয়তো আর বিতর্ক থাকবে না এখন।