ঢাকারবিবার , ১৮ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

যেকোনো দৃশ্যপটের জন্য প্রস্তুত ফ্রান্স

জাহিদ হাসান
ডিসেম্বর ১৮, ২০২২ ৩:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঘনিয়ে আসছে বিশ্বকাপের ফাইনাল মাঠে গড়ানোর সময়। তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছে দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও ফ্রান্স। এরই ফাঁকে সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিকতা সেরে ফেললেন দিদিয়ের দেশম। শনিবার (১৭ ডিসেম্বর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফ্রান্স কোচ জানিয়ে রাখলেন, যেকোনো দৃশ্যপটের জন্য প্রস্তুত তার দল।

ফাইনালকে সামনে রেখে ইতিমধ্যে আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে চুলচেড়া বিশ্লেষণ করেছে ফরাসিরা। কিন্তু তাতে খুব বেশি লাভ হয়নি। কেননা, ফাইনাল নিশ্চিতের পথে ৬ ম্যাচে ৫ ফরমেশনে দলকে খেলিয়েছেন লিওনেল স্কালোনি।

সৌদি আরবের কাছে হারের ম্যাচে আর্জেন্টিনার ফরমেশন ছিল ৪-৩-৩। এরপর পাঁচ জয়ের ম্যাচে লা আলবিসেলেস্তেদের টিম ফরমেশন ছিল যথাক্রমে ৪-৩-১-২, ৪-২-৩-১, ৪-৩-৩, ৫-৩-২ এবং ৪-৪-২। এখন ফাইনালে কীভাবে দল নামান স্কালোনি সেটা নিয়েই যত ভাবনা দেশমের।

ফ্রান্স কোচ আপাতত এটা নিশ্চিত যে আরেকটি নতুন ছক কষছেন স্কালোনি। দেশম বলেছেন, ‘আমাদের অভিজ্ঞতা আমাদের সাহায্য করবে। আমরা আর্জেন্টিনার খেলা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করছি এবং আমাদের কাছে কিছু সুনির্দিষ্ট তথ্য আছে। তবে অবশ্যই তারা আগামীকাল ভিন্ন লাইনে দাঁড়াতে পারে। এমনটি করা থেকে তাদের বিরত রাখার উপায় নেই।’

আগের ম্যাচগুলোতে ফরমেশনের দিক থেকে অবশ্য তেমন কোনও পরিবর্তনই আনেননি দেশম। ৬ ম্যাচের ৫টিতে ৪-২-৩-১ ছকে খেলিয়েছেন শিষ্যদের। অপরটিতে তার দল খেলেছে ৪-৩-৩ লাইনআপে। তবে শিরোপা লড়াইয়ে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন ফরাসি কোচ। বলেন, ‘আমরা একই রকম কিছু করতে পারি।’

সবমিলে দেশম প্রস্তুত যেকোনো দৃশ্যপটের জন্য। তিনি বলেন, ‘মরক্কোর দিকে তাকান, তারা পাঁচ সদস্যের রক্ষণ দিয়ে সেমিফাইনাল শুরু করেছিল, যা তারা টুর্নামেন্টে আগে করেনি। সুতরাং আপনাকে যেকোনো দৃশ্যপটের জন্য প্রস্তুত থাকতে হবে।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!