শেষের পথে কাতার বিশ্বকাপ ফুটবল। রবিবার আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচ। তারপরই ভাঙবে মিলন মেলা। তবে ফাইনাল ম্যাচের আগে জমকালো সমাপনী অনুষ্ঠান থাকছে। যেখানে পারফর্ম করার কথা রয়েছে বলিউডের আইটেম গার্ল খ্যাত নোরা ফাতেহি।
ফিফার বিবৃতি অনুযায়ী, লুসাইল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে। তার অন্তত দেড় ঘণ্টা আগে অর্থাৎ বিকাল সাড়ে চারটার মধ্যে সবাইকে আসন গ্রহণ করতে বলা হয়েছে। তবে ঠিক কয়টা থেকে সমাপনী অনুষ্ঠান শুরু হবে এবং কতক্ষণ চলবে তা পরিস্কার করে বলা হয়নি।
সমাপনী অনুষ্ঠানে ‘আ নাইট টু রিমেম্বার’ নামে একটি গানের সংকলন চলবে। যেখানে এই বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলো পর্দায় দেখানো হবে। বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া’ গাইবেন আমেরিকার গায়ক ডেভিডো এবং আইশা। এরপর বিশ্বকাপের আরও একটি গান ‘আর্বো’ গাইবেন ওজুনা এবং গিমস। এরপরই মঞ্চে আসবেন নোরা ফাতেহি। তার সঙ্গী হবেন বালকিস, রহমা রিয়াদ এবং মানাল। ‘লাইট দ্য স্কাই’ গানের সঙ্গে নাচবেন তারা।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।