ঢাকাবৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

ফাইনাল ও শিরোপার অপেক্ষায় মেসি

জাহিদ হাসান
ডিসেম্বর ১৫, ২০২২ ৩:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমে গড়লেন রেকর্ড। জালের পথ খুঁজে নিয়ে নাম লেখালেন আরেক কীর্তিতে। এরপর অট্টহাসি দলকে ফাইনালে তুলে। এবার ফাইনাল ও শিরোপার অপেক্ষায় লিওনেল মেসি।

ফুটবলে প্রায় প্রতিটি পুরস্কারে ভাগ বসিয়েছেন আর্জেন্টাইন খুদেরাজ। ব্যালন ডি’অর জিতেছেন রেকর্ড সাত বার। তিনি একবারের ফিফা দ্য বেস্ট। চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন চার বার। তার সাফল্যের ঝুলিতে আছে ১১টি টপ-ফ্লাইট শিরোপা এবং কোপা আমেরিকা ট্রফি।

৩৫ বছর বয়সী মেসির কাছে নেই কেবল বিশ্বকাপ ট্রফি। একবার সোনার হরিণের খুব কাছে গিয়েছিলেন তিনি। সেটা ২০১৪ সালে। ওই সংস্করণের শেষটায় তাকে সঙ্গী হয়েছিল একরাশ হতাশা। কেননা, শিরোপা লড়াইয়ে জার্মানির কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা।

আট বছর পর বিশ্বমঞ্চে আরও একবার শিরোপা লড়াইয়ে মেসি ও তার বাহিনী। যেহেতু এটাই পিএসজি সুপারস্টারের শেষ বিশ্বকাপ, তাই কাতারে ট্রফিটা খুব করেই চান মেসি, ‘আমরা আমাদের সেরাটা দিতে যাচ্ছি, যেভাবে আমরা এখন পর্যন্ত যাতে এবার এটি সত্যিই ঘটে, আমরা সত্যিই এটি (বিশ্বকাপ) জিতি।’

আর্জেন্টিনার প্রাণভোমরা যোগ করেন, ‘কোপা আমেরিকা জয়, ৩৬ ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপ শুরু করা, এই সমস্ত পথচলা শেষ করতে একটি অবিশ্বাস্য ফাইনাল। আমরা একেবারে সবকিছুই দিচ্ছি- এ নিয়ে ভক্তদের সন্দেহ থাকা উচিত নয়।’

বিশ্বকাপে নিজের যাত্রা এতটা সেরা হবে তা মেসিও ভাবতে পারেননি, ‘বিশ্বকাপে আমার যাত্রা ফাইনালে শেষ করতে পেরে, ফাইনালে শেষ ম্যাচ খেলতে পেরে। আমি স্পষ্টতই খুশি। এটা সত্যিই সন্তোষজনক। আমি মনে করি না পরেরটিতে খেলতে পারব। তবে এভাবে শেষ করাটা দারুণ।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!