৩ ডিসেম্বর,২০২২ রোজ শনিবার নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর হওয়া এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল ব্যাপক।
বেলা ১১ টায় জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বহুল প্রতিক্ষিত সম্মেলনের আনুষ্ঠানিকতা।
এই সম্মেলনেরনপ্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন
জাতীয় সংসদের হুইফ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক
জনাব আবু সাঈদ আল মাহামুদ স্বপন, এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক
জনাবা, ফরিদুর নাহার লাইলী,
সেনবাগ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মাননীয় সাংসদ
জনাব,মোরশেদ আলম এম.পি.
মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী জনাব,জাহাঙ্গীর আলম।
এছাড়া ও জেলা আওয়ামী লীগের আহবায়ক এবং যুগ্ম আহবায়ক সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
সম্মেলনে আলহাজ্ব মোরশেদ আলম এম,পি কে সভাপতি ও লায়ন জাহাঙ্গীর আলম মানিককে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সম্মেলনে হাজার হাজার মানুষের উপস্হিতি আশার আলো জানান দিচ্ছে নতুন এক সেনবাগ আওয়ামী লীগের।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।