নারী
~ইভা তাবাসসুম মমো
অভিমান, অভিযোগ, ইচ্ছে, অনুভূতি, চাওয়া কিংবা পাওয়া জানতাম এই ধরনের শব্দগুলো কোনো ব্যক্তি বিশেষ বা কোন গোত্র, কিংবা কোন জাতির জন্য বরাদ্দ নয়।
কিন্তু এই চিরজীবনের জানা শব্দগুলো যে কত বড় ভুল
তা আমাদের অন্ধ সমাজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বারংবার।
বাস্তবে এই শব্দ গুলো কেবলি শুধু পুরুষের জন্যই বরাদ্দ।
আর নারী?
আরে তুমিতো নারী বটে!
তোমার কোনো অভিযোগ থাকতে নেই, কোন অভিমান থাকতে নেই, ইচ্ছা আকাঙ্ক্ষা অনুভূতি সেই সবের তো প্রশ্নই আসে না।
নারী যদি তুমি অভিমান অভিযোগ প্রকাশ করো, তবে তুমি সমাজের চোখে কিংবা তোমার প্রিয় মানুষগুলোর চোখে অনেকখানি রাগি কিংবা খিটখিটে নয়তো বদমেজাজি।
আর যদি ইচ্ছে কিংবা চাওয়া পাওয়া প্রকাশ করো, তবে লোকে বলবে, এই মেয়ের তো দেখি অনেক চাহিদা ।
যদি করো অনুভূতির প্রকাশ, নারী তোমার বোকার স্বর্গে বসবাস।
ভুলে গেছ কি?
তুমি যে এক অনুভূতিহীন জীবন্ত লাশ।