আমি মসজিদ হতে ফিরে কলিংবেল চাপতেই;
আপনি দরজা খুলে সালাম দিলেন
আমি বিসমিল্লাহ বলে ট্যাপে হাত ধুলাম
মুখমণ্ডল মুছতে গামছা খুঁজতেই আপনি ওড়না দিয়ে হাত, মুখ মুছে দিলেন।
আমাকে খাবার দিয়ে আপনি সালাত কায়েমে গেলেন,
বললেন, আপনি খেয়ে নিন
অথচ, আপনিহীন আমি শূন্য।
আপনি সালাত শেষ করে পিছন ফিরতেই দেখলেন
আমি লোকমা তুলিনি মুখে,
এক গভীর অপেক্ষা আপনার জন্য
আপনি জানতে চাইলেন কোনো সমস্যা?
আমি প্রত্তুউত্তরে বললাম আপনি ছাড়া আমার সবকিছুতেই সমস্যা।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।