অপেক্ষা _
অপেক্ষায় ছিলাম আসবে তুমি,
অপেক্ষায় ছিল শিউলি গাছ।
কবে আসবে তুমি – তবে ফুটবে ফুল।
অপেক্ষায় ছিল নিস্তব্ধ বাংলো,
গৌধূলি, দৈন্য দিবা, কাকভোর এবং নিশি রাত্র।
শুধু অপেক্ষায় ছিলাম তোমার!
শুনেছি গ্রেনেডের শব্দ, তবুও অপেক্ষায় ছিলাম তোমার।
কিন্তু অপেক্ষারও যে নির্দিষ্ট সীমা আছে।
ফুরিয়ে গেছে সেই সীমা।
ঝরে গেছে শিউলি ফুল।
নিস্তব্ধতা কাটিয়ে উঠেছে বাংলো।
গোধূলি পেরিয়ে সন্ধ্যা হলো।
থেমে গেছে গ্রেনেডের শব্দ।
কিন্তু তুমি আসলে না!
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।