আভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব না থাকায় এমন ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালেই এ ঘোষণা দেওয়া হয়েছে বলে বিআইডব্লিউটিএ’র একটি সূত্র নিশ্চিত করেছে।
এর আগে সোমবার (২৪ অক্টোবর) সারাদেশে নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও বাতিল ঘোষণা করা হয়।
এ ছাড়াও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে জানিয়েছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর মো. গোলাম সাদেক।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।