গত দুই মাস ধরে বেতন পাচ্ছেন না সদ্য যোগ দেওয়া তিন হাজার পুলিশ কনস্টেবল। দুই মাস ধরে বেতন পেতে দেরি হওয়ায় পুলিশকে নিয়ে বিভিন্ন জায়গায় চলছে আলোচনা-সমালোচনা। অবশ্য এ বিষয়ে পুলিশ সদরদপ্তর বলছে, আইবিএএস প্লাস প্লাস সফটওয়্যারের কারণে বেতন দিতে কিছুটা সমস্যা হচ্ছে। এটি দ্রুত সমাধান হয়ে যাবে।
সম্প্রতি তিন হাজার কনস্টেবল বেতনের বিষয়ে পুলিশ সদরদপ্তরের সিনিয়র কর্মকর্তা ও বিশেষ শাখায় যোগাযোগ করেন এবং তাদের বেতনের বিষয়টি দ্রুত সমাধানের জন্য অনুরোধ জানান।
বুধবার (১৯ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের কমর্রত বেশ কয়েকজন নতুন পুলিশ সদস্যরা এ সব সমস্যার কথা জানান। তবে কেউ এবিষয়ে সরাসরি নাম প্রকাশ করতে চাননি।
তাদের দাবি, দুই মাস ধরে বেতন হচ্ছে না সদ্য যোগ দেওয়া আমাদের মতো পুলিশ কনস্টেবলদের। বর্তমানে খুবই কষ্টে জীবনযাপন করতে হচ্ছে। বাড়িতে টাকা পাঠাতে পারছেন না। উল্টো বাড়ি থেকে ধার করে টাকা এনে চলতে হচ্ছে।
তথ্য মতে, ২০২১ সালে তিন হাজার সদস্যকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের সুপারিশ করা হয়। ২০২২ সালের জুলাই ও আগস্টে ধাপে ধাপে দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিটে তারা যোগ দেন। কিন্তু এখন পর্যন্ত প্রথম দুই মাসের বেতন পাননি তারা। কিছু সংখ্যক সদস্যের বেতন ঢুকলেও অক্টোবরের ১৮ তারিখ পর্যন্ত নিয়োগপ্রাপ্ত অধিকাংশই এক টাকাও বেতন পাননি।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক কয়েকজন কনস্টেবল বলেন, ছয় মাসের ট্রেনিং শেষে প্রায় ৩৭৫ জন চট্টগ্রাম রেঞ্জে যোগ দেন। এখন পর্যন্ত তাদের অনেকেই বেতন পাননি।
এ বিষয়ে পুলিশ সদরদপ্তরে দায়িত্বশীল বিভিন্ন শাখার বেশ কয়েকজন কর্মকর্তা নতুন যোগ দেওয়া কনস্টেবলদের বেতন না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা বলছেন, নিয়োগ হওয়ার সবার ডাটা এন্ট্রি করতে একটু সময় লেগেছে। এ কারণে তাদের বেতন হতেও দেরি হচ্ছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, তা ছাড়া পে ফিক্সেশনের কারণে বিলম্ব হচ্ছে।
এ বিষয়ে পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান বলেন, কনস্টেবলদের বেতন না হওয়ার বিষয়টি আশা করছি খুব দ্রুত সমাধান হয়ে যাবে। তিনি বলেন, তবে আইবিএএস প্লাস প্লাস সফটওয়্যারের কারণে বেতনের এই সমস্যাটি তৈরি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলেন, ২ মাস ধরে তিন হাজার কনস্টেবলের বেতন হচ্ছে না বিষয়টি সমাজের মানুষ ভালো চোখে দেখে না। হয়ত যেকোনো কারণে এই সমস্যা হয়েছে তবে এটার সমাধানও হবে। কিন্তু বাইরের মানুষ এ বিষয়টি ভালোভাবে দেখবে না। দ্রুত এর সমাধান হওয়া উচিত।
তিনি বলেন, নতুন চাকরীর ক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের সমস্যা হতে পারে সেটা স্থায়ী নয়। আশা করি পুলিশের নীতি-নির্ধারকরা অবিলম্বে তিন হাজার পুলিশ কনস্টেবলকে তাদের মজুরি অর্থাৎ বেতনের যে সমস্যায় রয়েছে সেই বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেবে।