ঢাকাবৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

টিকটক নিয়ে ট্রল-নিউজ না করার অনুরোধ সাব্বিরের

জাহিদ হাসান
অক্টোবর ২০, ২০২২ ৩:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার সাব্বির রহমান । তবে সাম্প্রতিক সময়ে ক্রিকেট নয় বরং টিকটক নিয়ে বেশি আলোচিত এবং সমালোচিত হয়েছেন তিনি। টানা তিন বছর পর আবার বাংলাদেশ দলে ফিরে সাব্বির ব্যাট হাতে সকলের মনোযোগ কাড়তে না পারলেও এই ক্রিকেটারের টিকটকে সকলেরই নজরে ছিল।

এছাড়া  ব্যাট হাতে ৪ ম্যাচে ৩১ রান করে বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর এই ক্রিকেটারের টিকটক করা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সাব্বিরের টিকটক অ্যাকাউন্ট এবং ভিডিওগুলো নিয়ে অনেকে মজা নিতে থাকে। এমনকি ব্যক্তিগত আক্রমণ থেকেও রেহাই পাননি এই ক্রিকেটার। এবার লাইভে এসে সকল ভক্ত-সমর্থক এবং মিডিয়াকে টিকটক নিয়ে ব্যক্তিগত আক্রমণ না করার জন্য আহ্বান জানিয়েছেন সাব্বির। আজ (১৬ অক্টোবর) রাত ৯টা ৩৩ মিনিটে লাইভে এসে টিকটক, বিশ্বকাপ দল থেকে বাদ পড়া এবং বিভিন্ন সমালোচনা নিয়ে কথা বলেন সাব্বির।

‘বেশ কিছুদিন ধরে আমাকে নিয়ে ট্রল, কথা কিংবা নিউজ হচ্ছে। আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি চিন্তিত।আমার ব্যক্তিগত জীবন নিয়ে এতকিছু চিন্তা করার কিছু নাই। আমি একজন পেশাদার ক্রিকেটার। তবে দিনশেষে আমারও ব্যক্তিগত জীবন আছে।হ্যাঁ, আমি টিকটক করেছি মজার জন্য। আমি মনে করি না যে, এটা অনেক বড় কারণ হতে পারে। আমি দেশের বিরুদ্ধে এমন কোনো কাজ করি নাই। ক্রিকেট লাইফ আলাদা, ব্যক্তিগত জীবন আলাদা।সাব্বির আরো বলেন, আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা যেভাবে তুলে ধরেছে, মনে হয় যেন বিরাট কোনো অপরাধ করেছে। দেশের বিরোধিতা করেছি। এমনই কিছু মনে হয়েছে। আমার ফ্যামিলি মেম্বাররা এমন সংবাদে কষ্ট পায়। আমি মনে করি না, টিকটক নিয়ে এমন বড় কিছু হওয়ার আছে। যেভাবে সাংবাদিক ভাইয়েরা আমার টিকটক বা অন্য কিছু নিয়ে নিউজ করেছে, এটা আসলেই গ্রহণযোগ্য না।এটা আমি করেছি ফানের জন্য, রিফ্রেশমেন্টের জন্য। তবে যেভাবে তুলে ধরেছে সবাই আমি তো লজ্জিত, আমি মনে করি আমার দেশও লজ্জায় পড়ে যাচ্ছে। আর আমার পরিবার এসব দেখে কষ্ট পায়। আমি তো দেশের জন্য খেলতেছি। আমি চাইবো দেশের জন্যই খেলতে। দেশের জন্য খেলি এটার জন্য সম্মান আছে। তবে এটা নিয়ে যখন কেউ নেগেটিভ নিউজ করে, তখন সেটা মানসম্মান হানিকারক হতে পারে। সাংবাদিকরা এসব নিয়ে নিউজ না করুক।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!