খাবার অপচয় না করতে আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, কোন খাবার যেন নষ্ট না হয়, কেউ যেন খাবার নষ্ট না করে। একইসঙ্গে খাদ্য নিরাপত্তা ও জ্বালানি নিরাপত্তায় সরকার সর্তক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী শীতকালে বিশ্বে বিদ্যুতের অবস্থা আরও খারাপ হতে পারে। আঞ্চলিক স্থিতিশীলতা না থাকলে এর প্রভাব বাংলাদেশেও আসবে। সাপ্লাই চেইন, ফিনান্সিয়াল ফ্লো ইন্টারাপ্ট হবে। যেখানে যা আছে, সেখানে কৃষি কাজ করতে হবে।
জ্বালানির ক্ষেত্রেও নানান পদক্ষেপ নেয়া হচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সবাই সংযত হয়ে যার যার অবস্থান থেকে কাজ করে গেলে, আসন্ন সংকট উত্তরণ করা সম্ভব হবে।
১৫ আগস্টের হত্যাকাণ্ড সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শিশুদের সকল অধিকার শিশুদের দিতে হবে। এমন ঘটনার নজির বিশ্বের কোথাও নেই। এ ধরনের বাজে উদাহরণ যেন সৃষ্টি না হয়।
সবার সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন বাড়াতে শান্তি সংস্কৃতির প্রস্তাব করেছে বাংলাদেশ এমনটা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে সুন্দর একটি পৃথিবী দিতে সবাইকে সোচ্চার হতে হবে।