ব্রিসবেনে আফগানিস্তানের বিপক্ষে প্রথম বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে ৯৮ রানে হেরেছে বাংলাদেশ।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামা আফগানরা প্রথম উইকেট হারায় চতুর্থ ওভারে। হজরতুল্লাহ জাজাইকে ১৫ রানে থামান বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। দ্বিতীয় উইকেটে ৪৩ রানের বড় জুটি গড়া রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের মাঝে বিভক্ত করেন অধিনায়ক সাকিব আল হাসান। দারউইশ রাসুলকে ১২ রানে তাসকিন আহমেদ এবং নাজিবুল্লাহ জাদরানকে ৫ রানে শিকার করেন হাসান মাহমুদ। কিন্তু শেষ দিকে ঝড় তুলেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। ডেথ ওভারে সাকিব ও তাসকিন ১টি করে উইকেট নিলেও, নবিকে দমানো যায়নি। অপরাজিত ৪১ রান করেন তিনি। ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রান পায় আফগানিস্তান।
অপরদিকে বাংলাদেশের ওপেননিং এ নাজমুল হোসেন শান্ত ১২ রান তুলে ফিরে যান গ্যালারিতে। এরপরই শুরু হয় টাইগারদের ব্যাটিং ধ্বস। মাত্র ৬০ রানে ৮ উইকেট হারায় তারা।
৩১ বল খেলে ১৬ রান করেন মিরাজ। সৌম্য ওও সাকিব ১ রান করে ফিরতে পারলেও আফিফ হোসেন, ইয়াসির আলি ফিরেন খালি হাতে। নুুরুল হাসান ৮ বলে ১৩ এবং তাসকিন করেন ৬ রান।
শেষ পর্যায়ে মোসাদ্দেক ৩৩ বলে ২৯ আর মুস্তাফিজুর ১৭ বলে ১০ রান করে কোনভাবে বাঁচান বাংলাদেশের মান। আফগানদের ফজলহক ফারুকি একাই নেন ৩ উইকেট।
আগামী ১৯ অক্টোবর শেষ ওয়ার্ম-আপ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।