লক্ষ্মীপুর পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেছেন, লক্ষ্মীপুরবাসীকে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করতে, আমার পুলিশ বাহিনীর সদস্যরা সর্বত্র দায়িত্ব পালন করে যাচ্ছে। এখন পর্যন্ত জেলার ৫টি কেন্দ্রে ভালোভাবে ভোট গ্রহণ হচ্ছে। কোথায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আশা করি কোথায়ও বিশৃঙ্খলা ঘটবে না।
সোমবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার পরিষদ ভোট কেন্দ্র পরিদর্শনে এসে পুলিশ সুপার এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জেলা পরিষদ নির্বাচনে কেউ যদি এ পরিবেশকে নষ্ট করার চেষ্টা করে। আমরা কঠোরভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
এসময় পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, সদর (সার্কেল) এসপি মো. সোহেল রানা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিনসহ প্রমুখ।
এদিকে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ জানান, জেলা পরিষদের প্রশাসক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ৫ টি ওয়ার্ডে ১৬ জন প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষতি নারী সদস্য পদে ২ টি ওয়ার্ডে ১০ জন প্রার্থী রয়েছেন। ৮২০ জন ভোটার ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরজন্য ৬ টি ভোট কেন্দ্র ৬ জন প্রিসাইডিং অফিসার, ১২ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ২৪ জন পোলিং অফিসার নিয়োজিত রয়েছেন। প্রত্যেকটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বেসরকারিভাবে মো. শাহজাহান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ জেলায় শুধুমাত্র সদস্য পদে ভোটগ্রহণ চলবে।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।