কামরুল হাসান হৃদয়: একজন কবিতায় গল্প বলা মানুষ সালমান হাবীব। সহজ সাবলীল এক নতুন কবিতার ধারা তৈরি করেছেন এই কবি। তার নতুন কবিতার বই ‘আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে’। ইতোমধ্যে বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে। প্রকাশনী সূত্রে জানা গেছে বইটি চলতি মাসের শেষে প্রকাশিত হবে।
পুনশ্চ পাবলিকেশন থেকে প্রকাশিতব্য বইটির মূল্য রাখা হয়েছে ২২০ টাকা। বইটির নান্দনিক প্রচ্ছদ করেছেন আহমাদ বোরহান।
উল্লেখ্য, বইটির ১ম কপির জন্য ইতোমধ্যে নিলাম হয়েছে যেখানে ১ম কপির ৫৫,৫৫৫ টাকায় বিক্রি হয়েছে।
সালমান হাবীব তার কবিতা প্রসঙ্গে বলেন, কবিতা বলতে মানুষ ভাবে; গুরুগম্ভীর শব্দ, দুর্বোধ্য কল্পচিত্র আর দূরবর্তী উপমার ব্যবহার। যার ফলে মানুষ এখন আর কবিতা পড়তে চায় না। কবিতার বই সংগ্রহ করতে আগ্রহ দেখায় না। কিন্তু আমি চেষ্টা করি সহজ সাবলীলভাবে উপস্থাপন করার, চেষ্টা করি কবিতায় গল্প বলার।
সালমান হাবীবের প্রকাশিত কাব্যগ্রন্থ; ‘অতটা দূরে নয় আকাশ’ এবং ‘ভালোবাসি একটি কবিতার নাম’ ‘বিরামচিহ্ন’ ‘আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ’ ‘বিষাদের ধারাপাত’ ‘আল্লাহকে ভালোবাসি’ ‘মন খারাপের মন ভালো নেই’।