ঢাকাসোমবার , ১৭ অক্টোবর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

এখনো ভালোবাসি তোমায়- মারিয়া ইসলাম নিহা

ডেস্ক এডিটর
অক্টোবর ১৭, ২০২২ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

কতটুকু তোমায় ভালোবাসি প্রিয়,

আজও জানি না আমি!
আজও ক্ষণে ক্ষণে
তোমার কথা ভিষণ মনে পড়ে।
তোমার জন্য কাঁদে আমার মন।

তুমি ছাড়া আমার এই জীবন
শূন্য মরুভূমি,
আমি শুধু ভালোবাসা চেয়েছিলাম,
পেয়েছিলাম তীব্র অবহেলা।

প্রিয় অনেক বেশি ভালোবাসি তোমায়
এই মনে তুমি ছাড়া কাউকে দিইনি ঠাই।
তুমি আমার হৃদয় জুড়ে থাকবে সারাজীবন,
তোমায় ভালোবাসে সাজাবো আমার ভুবন।

তোমার স্মৃতি নিয়ে আজও আছি একা,
তোমায় যে ভুলতে পারবো না কখনো,
প্রিয় তুমি দাওনা তবে দেখা।
আজ ভালো থাকার অভিনয় করে কাটে দিন,
তুমিহীন দুঃখ মনের কোণে বাজায় বিন।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!