চোখের কোনে জমে আছে আমার
একটুখানি বারি,
যত দুঃখ, কষ্ট পাই না কেন
আমি কি আর কাঁদিতে পারি?
দিনের আলো যেমনি কাটুক,
রাত হয়ে যায় নিঝুম।
চোখের পাতা জ্বলজ্বল করে,
আপন করে না তো ঘুম।
আধাঁর রাতে ভেবেছিলাম পাশে রবে তুমি,
আগলে রাখবে মোরে।
আর দেখা পাইনি কো তোমার,
প্রতিনিয়ত অশ্রু মাখা এই জলে।
আজকে আমার চোখের অশ্রু,
লুকাই বর্ষার জ্বলে।
শত কষ্টের মাঝেও সুখি থাকি,
একটু হাসির ছলে৷
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।