ডেস্ক রিপোর্ট ঃ সময় টিভির ইউটিউব চ্যানেলে ঢুকলে দেখা যাচ্ছে Ethereum2.0 লেখা। তাতে সকলেই মনে করছেন সময় টিভির ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে।
সময় টিভির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের ৪ টি চ্যানেল হ্যাকারদের কবলে। চ্যানেলগুলা হ্যাক করে বিপুল পরিমাণ অর্থ দাবি করেছে হ্যাকাররা। সময় টিভির পক্ষ হতে চ্যানেলগুলা উদ্ধারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : মির্জা সাইফুল ইসলাম, ঠিকানা: দারুল মুসাফির ( নিচ তলা ) আব্দুল গণি হেড মাস্টার রোড, সদর, লক্ষ্মীপুর।