ঢাকারবিবার , ১৬ অক্টোবর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করায় প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক এডিটর
অক্টোবর ১৬, ২০২২ ৯:০১ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে ব্যবসায়ী আরাফাত হোসেন শুভ (৩০) কে প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

আজ রবিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি ও বণিক সমিতির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এসময় লক্ষ্মীপুর বাজারের বিপুর সংখ্যক ব্যবসায়ী ও স্থানীয়রা এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর বণিক সমিতির সহ সভাপতি আজিজুর রহমান, পৌর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল ইসলাম হিরন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সহ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, প্রকাশ্যে এভাবে একজন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। বর্তমানে ঢাকার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এতে বুঝা যায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আটককৃত হামলাকারীরা সুষ্ঠ বিচার দাবী জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন ব্যবসায়ীরা।

প্রসঙ্গত, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে পর্ব পরিকল্পিত ভাবে প্রকাশ্যে ব্যবসায়ী শুভকে কুপি রক্তাক্ত জখম করে সোহেল নামে অটোরিকশা চালক। অভিযুক্ত সোহেলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে উপস্থিত জনতা। এদিকে আহত শুভর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করের সদর হাসপাতালের চিকিৎসাক। তারা উভয় পৌর শহরের সমসেরাবাদ এলাকার বাসিন্দা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!