ঢাকাশুক্রবার , ১৪ অক্টোবর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. কলাম
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দূর্ঘটনা
  8. দেশজুড়ে
  9. নির্বাচন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষাঙ্গন
  13. শোক সংবাদ
  14. সাহিত্য

হার না মানা ইতু’র গল্প

ডেস্ক এডিটর
অক্টোবর ১৪, ২০২২ ৯:০১ পূর্বাহ্ণ
Link Copied!

জীবনটা অনেক ছোট।দেখতে দেখতেই পার হয়ে যায়। জীবন ভীষণ সহজ এবং রঙিন। জীবনের চাইতে চমৎকার বস্তু মহাবিশ্বে আর নেই। আবার এই জীবনই ভারি রুক্ষ ও কঠিন। জীবন হেরে যাওয়া খুব স্বল্প কিছু মানুষই পারে জীবনের কঠোরত্বের মাধ্যমে সফল হতে।

আর জীবনের সামীয়ানায় স্বপ্নজয়ের পতাকা উড়ানো এমনই এক কাণ্ডারি জুবাইদা সুলতানা ইতু। লক্ষ্মীপুর দালাল বাজারের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মরহুম রফিক উল্যা মিয়া এবং শাহেনুর বেগমের জেষ্ঠ কন্যা তিনি। সোনার চামুচ মুখে  নিয়ে জন্ম নেওয়া এই তরুণী দাম্পত্যজীবন শুরু করেন রায়পুর উপজেলাধীন সম্ভ্রান্ত মুসলিম পাঠান পরিবারের দ্বিতীয় পুত্র আরমান পাঠানের সাথে।

সুখ-শান্তি, বিলাসী জীবন আর ভালোবাসার বাঁধনে বাঁধেন ছোট্ট রংমাখা সংসার। হাসি-কান্না, মেনে মানিয়ে নিয়ে যাচ্ছিল চমৎকার সব দিন। কিন্তু ভাগ্যের লিখন তো ভিন্ন! জীবন কি চিরদিন মানুষকে ভালো রাখে?

বছর কয়েক না যেতে স্বামী আরমান পাঠান আক্রান্ত হন ভয়াবহ কিডনী রোগে। শুরু হয় হার না মানার যুদ্ধ। শেষ হয় সকল সম্বল । এগিয়ে আসেনা কাছের মানুষগুলোও। বাকি থাকে শুধু ভরসা আর বিশ্বাস। মাত্র ২৫০০ টাকা হাতে নিয়ে স্বামীর সহযোগিতায় ইতু লিখতে থাকেন নতুন করে বাঁচার গল্প।  রোগের কাছে হেরে ওপারে চলে যান স্বামী আরমান পাঠান। ভেঙে যান ইতু! মনে মনে ভাবেন জীবন এখানে থমকে গেছে। পাড়ি দেওয়া আর হবেনা মহাসমুদ্র!

এখানেই গল্পটা শেষ হতে পারতো। তবে সত্যিকারের যোদ্ধারা কখনো হার মানেনা। প্রয়াত স্বামীর স্মৃতিকে সঙ্গী করে নতুন করে জেগে উঠেন ইতু। মাত্র কয়েকদিনেই মানুষের ভালোবাসা আর সততার ব্যবসায় এগিয়ে যায় তার প্রতিষ্ঠান E2’s E-Shop। ওমেন এন্ড ই-কমার্স ফোরাম ট্রাস্ট (উই) এর লাখপতি সংবর্ধনা সহ পান অনেক পুরষ্কার ও সম্মাননা। বর্তমানে তিনি ইচ্ছে ডানা, নয়াবাড়ি, বিসিক উদ্যোক্তা পরিবার সহ বিভিন্ন উদ্যোক্তা প্লাটফর্মে কাজ করছেন। এবং দেশের বৃহৎ নারী উদ্যোক্তা সংগঠন ‘উই’ এর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর পদে নিযুক্ত আছেন।

তাকে তার জীবনযুদ্ধ সম্পর্কে  জিজ্ঞেস করলে ইতু বলেন- সত্যিকারের জয় পেতে হলে দরকার সততা, পরিশ্রম ও নিজেকে নিয়ন্ত্রনের সাহস। লক্ষ যদি সঠিক হয়, সফলতা আসবেই। জীবনের এই যুদ্ধে একদিন তিনি হবেন মহাবীরাঙ্গনা। আর দিকদিগন্তে ছড়াবে ‘E2’s E-Shop’ নাম।এই স্বপ্নই দেখেন জুবাইদা সুলতানা ইতু।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!